Eurusd পরবর্তী টার্গেট হতে পারে ১.২২৪৩ – কমার্জব্যাঙ্ক

- Advertisement -

দীর্ঘ দুইমাসের আপট্রেন্ড এর পর আবশেষে EURUSD ১.২১৭৫ হিট করেছে যা ছিল এই মে মাসের সর্বোচ্চ।
ভ্যাকসিন ইস্যু এবং মার্কিন নিউজ এন এফ ই প্রভাবে ও মার্কিন ডলার কিছুটা দুর্বল অবস্থান আছে এবং তিন সপ্তাহের সর্বনিম্ন রেটে হিট করেছে।

ছবি সুত্রঃ shutterstock

বর্তমানে মার্কিন ডলার ৯০.১৭ অবস্থান করছে এবং ডলার পুনরায় ডাউনট্রেন্ডে আসতে শুরু করছে, সেক্ষেত্রে ৮৯.৮০ সাপোর্ট ক্রস করে আরো নিচে নামার সম্ভবনা রয়েছে এবং সেক্ষেত্রে মার্কিন ডলারের বিপরীতে EURUSD প্রাইস আরো বৃদ্ধি পাবে।

আমরা এর আগেও আলোচনা করেছি যে কমার্জব্যাঙ্কের
মতে পরের সপ্তাহগুলিতে EURUSD মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থান যাবে।সে ধারাবাহিকতায় পেয়ারটি গত শুক্রবার এশিয়ান সেশনে ১.২০৭০ এর কাছাকাছি ছিলো এবং পরবর্তী নিউইয়াক সেশনে পেয়ারটির প্রাইস বৃদ্ধি পেয়ে ১.২১২০ আসে। আজ সপ্তাহের শুরু থেকে পেয়ারটি আপট্রেন্ডে আছে.এবং এশিয়ান সেশনে এই মাসের সর্বোচ্চ ১.২১৭৫ হিট করেছে,বর্তমানে পেয়রটি ১.২১৭০ তে অবস্থান করছে।

পেয়ারটির পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১.২২০০ এবং ১.২২০০ ক্রস করে উপরে চলে গেলে পেয়ারটি আরো শক্তিশালী হবে সেক্ষেত্রে পরবর্তী টার্গেট হবে ১.২২৪৩।
আপরদিকে ৫০ দিনের এস এম এ অনুযায়ী পেয়ারটির পরবর্তী সাপোর্ট ১.২০৭০।

- Advertisement -

সাম্প্রতিক

- Advertisement -

Related news

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here