GBPUSD কি তার আপ্ট্রেন্ড ধরে রাখতে পারবে?

- Advertisement -

UOB GROUP FX বিশ্লেষক দের মতে পরের সপ্তাহ গুলোতে ব্রিটিশ পাউন্ড  1.3750 থেকে 1.3950 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

সপ্তাহ শুরুর প্রথম দিনে ব্রিটিশ পাউন্ড বাড়তে শুরু করেছে, আজকের দিনের শুরুতে এশিয়ান সেশনে প্রাইস কিছুটা কম থাকলেও বর্তমানে পেয়ারটি প্রাইস বৃদ্ধি পাচ্ছে।
আজকের দিনে সর্বনিম্ম প্রাইস ছিলো ১.৩৮৬৪ ,বর্তমানে পেয়ারটি ১.৩৯০২ এ অবস্থান করছে

এ মাসের শুরু থেকে GBPUSD তার একটা শক্ত অবস্থান তৈরি করেছিল এবং এই মাসের সর্বোচ্চ ১.৪০০০ হিট করেছে কিন্তু মাস শেষ না হতে প্রাইস আবারো কমতে শুরু করেছে,গত শুক্রবার আমরা আলোচনা করেছি যে Retail Sales কে কেন্দ্র করে gbpusd পেয়ারটির প্রাইস বাড়বে এবং সেদিন ১.৩৮৫০ থেকে বেড়ে ১.৩৯০০ তে গিয়েছিল।

২১ দিনের এসএমএ অনুযায়ী পেয়ারটির পরবর্তী সাপোর্ট ১.৩৮২০। ১.৩৮২০ ক্রস করে নিচে নামলে পেয়ারটির ডাউনট্রেন্ড আরো শক্তিশালী হবে
এবং পেয়ারটির বর্তমান রেজিস্ট্যান্স ১.৪০০০।

- Advertisement -

সাম্প্রতিক

- Advertisement -

Related news

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here