12.8 C
London
Friday, May 14, 2021

গোল্ডের প্রাইস বৃদ্ধি পেয়ে তিন মাসের সর্বোচ্চ

- Advertisement -

এ সপ্তাহের প্রথমদিন সোমবার  থেকে গোল্ডের প্রাইস বাড়ছিল। সে ধারাবাহিকতায় সোমবার  গোল্ড তিন মাসের সর্বোচ্চ ১৭৯৭ এ হিট করে যা এই মে মাসের সর্বোচ্চ।

ছবি সুত্রঃ wn

সোমবার নিউইয়াক সেশনে প্রাইস কিছুটা কমেছিল কিন্তু  আজ মঙ্গলবার গোল্ড পুনরায় শক্তিশালী হচ্ছে। বর্তমানে গোল্ড ১৭৮৪ তে অবস্থান করছে ।আজকের দিনে সর্বোচ্চ ১৭৯৩ হিট করেছে  গোল্ড আপট্রেন্ড অব্যাহত রাখলে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী ১৭৯০ রেজিস্ট্যান্স লেভেলে আসতে পারে।

গোল্ডের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১৭৯৬। তবে গোল্ড ১৮০০ প্রাইস অতিক্রমের সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে।

অপরদিকে ৫০ ঘন্টার SMA অনুযায়ী গোল্ডের প্রাইস কমতে থাকলে পরবর্তীতে ১৭৭০ প্রাইসে আসতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট হতে পারে ১৭৫০।

- Advertisement -

Latest news

- Advertisement -

Related news

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here